বালাসোরে এখনও কাজ করে চলেছেন হাজার শ্রমিক! ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফেরাতে লড়াই

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যাটা তিনশোর কাছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে ট্র্যাক মেরামতির কাজ চলছে পুরোদমে। সরিয়ে ফেলা হয়েছে সব ধ্বংসাবশেষ। রেলের তরফে এখনও পর্যন্ত হাওড়া চেন্নাই রুটে ৯০ টি ট্রেন বাতিল করা হয়েছে।

৪৬ টি গাড়ির রুট বদল করা হয়েছে। শনিবার দুর্ঘটনাস্থলে দীর্ঘক্ষণ মেরামতির কাজ খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক হাজারের বেশি শ্রমিক রাতভর কাজ করে চলেছেন সেখানে। ট্রেনের অংশ সরাতে সাতটি পোলকেন মেশিন, ৫ টি জেসিবি, দুটি বড় ক্রেন নিয়ে কাজ চালান কর্মীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news