চার রাজ্যে মুছে যাবে বিজেপি! কর্নাটক-জয়ের পর আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়
কর্নাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। বিজেপিকে পর্যুদস্ত করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছে। এই জয় কংগ্রেসকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসকে ভর করেই কংগ্রেস এখন চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে।
সুদূর আমেরিকা থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ঘোষণা করেছেন, তেলেঙ্গানা-সহ চার রাজ্যের ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেব আমরা। কর্নাটকের নির্বাচনে জিতে বলীয়ান হয়েই রাহুল গান্ধী রীতিমতো হুঙ্কার ছেড়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


