মোদী কি বৈষ্ণবকে দিয়ে শাস্তি দেওয়া শুরু করবেন? সরকারকে নিশানা কংগ্রেসের
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ফের একবার কংগ্রেসের নিশানায় মোদী সরকার। এদিন কংগ্রেসের তরফে ট্রেন দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা তিনশো ছুঁই ছুঁই।
প্রায় চারশো জনের মতো আহত ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। কংগ্রেসের তরফে এদিন কটাক্ষ করে বলা হয়েছে, মন্ত্রী দুর্ঘটনাস্থলে তাঁর জনসংযোগকে হাতিয়ার করে রেলে গুরুতর ঘাটতিকে ঢাকা দিতে চাইছেন। রেলের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ ভারতীয় রেল নিরাপত্তাকে কোনও গুরুত্ব দেয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


