পুলিশের কলার ধরে ‘অপহরণকারী’দের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা
অপহরণে অভিযুক্তদের জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ও পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে বিজেপি সংসদের বিরুদ্ধে মামলা করা হল।
কনৌজের বিজেপি সাংসদ সুব্রত পাঠক ও তাঁর সঙ্গী ৫১ জনের বিরুদ্ধে পুলিশ কর্মীদের লাঞ্ছনা করার অভিযোগে মামলা করা হয়েছে। কনৌজের সাংসদ সুব্রত পাঠক একজন পুলিশ আধিকারিককে কলার ধরে হেনস্থা করেন। তখন তাঁর সহকর্মীরা অপহরণে অভিযুক্তদের উদ্ধার করার চেষ্টা করেন পুলিশের হাত থেকে। সাংসদের অনুগামীরা অন্যান্য পুলিশকর্মীদেরও আক্রমণ করেন। এই ঘটনায় হুলুস্থূল পড়ে যায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


