স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে এবার 'দিদি ক্যাফে'! ১৬ পুর কর্পোরেশনের জন্য 'কৌশল' যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশেরযোগী আদিত্যনাথ সরকার এবার রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে অভিনব উদ্যোগ নিয়েছে। মথুরা, বৃন্দাবন, আগ্রা-সহ রাজ্যের ১৬ টি পুর কর্পোরেশন এলাকায় দিদি ক্যাফে চালু করতে চলেছে। কমদামের খাবার, স্ন্যাকস, ছাড়াও অন্য সুবিধাও থাকবে এইশব দিদি ক্যাফেতে। যার পরিচালনা করবেন শুধুমাত্র মহিলারাই।
কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের উন্নতির জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্যের মহিলা গোষ্ঠীগুলির দ্বারা কয়েকটি উদ্যোগ তারা পর্যালোচনা করেছেন। তারপরেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বারণসীতে এর পরীক্ষামূলক কাজও চলছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


