কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক !
এবার কলকাতা বিমানবন্দরে দেখা দিল বোমাতঙ্ক। কলকাতা থেকে গোয়া হয়ে ব্রিটেন যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার আগে আচমকাই বিমানের এক যাত্রী চিৎকার শুরু করেন। তার দাবি, বিমানে বিস্ফোরক রাখা আছে। সঙ্গে সঙ্গে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ফেলা হয়। তল্লাশি শুরু করে সিআইএসএফ।
আনা হয় পুলিশ ও গোয়েন্দা ডগ। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে বিমানটি। তবে এখনও কোন সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
এদিকে, যে যাত্রী বোমা আছে বলে চিৎকার শুরু করেছিলেন, তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ চলছে। ওই যুবকের দাবি, একজন নাকি তাকে বলেছেন, বিমানে বোমা রাখা আছে। যদিও ব্রিটিশ নাগরিক ওই যুবকের বাবার দাবি, তার ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। যদিও রাত থেকে তল্লাশি চালিয়েও কোন বিস্ফোরক এ পর্যন্ত উদ্ধার হয়নি। বিমানটি মঙ্গলবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কলকাতা বিমানবন্দরেই দন্ডায়মান রয়েছে বলে জানা যায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি