আবার সেই অভিশপ্ত স্টেশন পার করল করমণ্ডল
এখনও দগদগে সেই ক্ষত। সেই ভয়-আতঙ্ক বুকে চেপেই ফের সেই পথে ছুটল করমণ্ডল এক্সপ্রেস। মঙ্গলবার রাতে ডাউন করমণ্ডল এক্সপ্রেস ছুটল সেই একই লাইনে। আজ বুধবার আপ লাইনে ছুটবে করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ৫ দিন পর ফের করমণ্ডল এক্সপ্রেস যাত্রা করছে সেই একই লাইনে। গত শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় করমণ্ডল এক্সপ্রেস।
তাতে কমপক্ষে ২৯০ জনের মৃত্যু হয়েছে। যদিও দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল সোমবার সকাল থেকেই। কিন্তু করমণ্ডল এক্সপ্রেস যায়নি। দুর্ঘটনার ৫ দিন পর ডাউন করমণ্ডল এক্সপ্রেস আবার চলল সেই লাইনেই। আজ বুধবার আবার আপ লাইনে চলবে করমণ্ডল এক্সপ্রেস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


