অবৈধ ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙার নোটিশ, রণক্ষেত্র জুনাগড়

 একটি অবৈধ দরগা ভাঙার নোটিশ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুজরাতের জুনাগড়। শুক্রবার সন্ধ্যায় পু‌লিশের পক্ষ থেকে উচ্ছেদের জন্য নোটিশ ধরানো হয় ধর্মীয় প্রতিষ্ঠানটিকে। এরপরই রণক্ষেত্র হয়ে উঠে গোটা এলাকা। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। তিন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন।

 সম্প্রতি জুনাগড় পৌর সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ ইস্যু করা হয়, যেখানে বলা হয়েছে, তাদের জায়গায় বৈআইনিভাবে এই দরগা নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানটি যেভাবে তৈরি করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ। দরগা কর্তৃপক্ষকে পাঁচ দিন সময় দেওয়া হয় উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করার জন্য। তা না পারলে এই নির্মাণ ভেঙে ফেলার কথাও জানানো হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news