সেই দিনের কথা ভোলা দায়! 'মন কি বাতে' জরুরি অবস্থা ছাড়া আর কী কী বিষয় তুললেন মোদী

মন কি বাতের ১০২ তম পর্বে 'ঘূর্ণিঝড় বিপর্যয়'-এর মোকাবিলা করা নিয়ে গুজরাতের জনগণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন টিম ওয়ার্কের কারণে বৃহস্পতিবার গুজরাতে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতি হ্রাস করা গিয়েছে।

এদিন তিনি  বলেন, ভারতের বছরের পর বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনার যে শক্তি গড়ে উঠেছে, তা আজ একটি উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় বিপর্যয় কচ্ছে বিপর্যয় ঘটনালেও. সেখানকার মানুষ সাহসের সৎঙ্গে তার মোকাবিলা করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

 

news