তীব্র তাপপ্রবাহে ৯০ জনের বেশি মানুষের মৃত্যু! সোমবার পর্যন্ত রেড অ্যালার্ট

দশদিনের বেশি দেশে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু তা এখনও সারা দেশে ছড়িয়ে পড়েনি। যে কারণে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ  চলছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত তিন দিনে উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

 হাসপাতালে ভর্তি প্রায় ৪০০ জন। তবে চিকিৎসকরা বলছেন, মৃত্যুর বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রচণ্ড তাপ একটা কারণ হতে পারে। তবে তীব্র গরমের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যাটা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে উত্তর প্রদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। বেশির ভাগ জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বালিয়া জেলা হাসপাতালের ইনচার্জ তথা মেডিক্যাল সুপার এসকে যাদব বলেছেন, ১৫ জুন ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুন ১১ জন, ১৭ জুন ২০ জনের মৃত্যু হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

 

news