সবুজের আচ্ছাদন ছয় শতাংশ বৃদ্ধির পরিকল্পনা! নির্দিষ্ট সময়সীমা ঘোষণা যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশে এবার সবুজের আচ্ছাদন বৃদ্ধির পরিকল্পনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সবুজের আচ্ছাদন বর্তমানের নয় শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য প্রত্যেকটি নাগরিকের ভূমিকে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। যোগী বলেছেন লক্ষ্য অর্জন করতে আগামী চার বছরে ১৭৫ কোটি গাছ লাগাতে হবে।

 রাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের স্থানীয় যেসব সংস্থা রয়েছে, তাদেরকে নিয়ে নগর বন গড়ে তোলা হবে। এব্যাপারে এই বছরে ৩৫ কোটি চারা রোপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ অগাস্ট ১৫ কোটি চারা রোপন করা হবে। মুখ্যমন্ত্রীও এব্যাপারে আশাবাদী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি

 

news