২৪ ঘন্টায় একের পর এক ভূমিকম্প! আতঙ্কিত বাসিন্দারা জম্মু-কাশ্মীর ও লাদাখে
কমপক্ষে ২৪ ঘন্টায় পাঁচটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পটি হয় জম্মু ও কাশ্মীরের রামবানে দুপুর ২ টোর আশপাশে। এখনও পর্যন্ত সর্বশেষ ভূমিকম্পটি হয় কাটরায়। এদিন ভোর ৩.৫০-এ। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।
এই ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে ১১ কিমি গভীরে কাটরা থেকে ৮০ কিমি পূর্বে। এই ভূমিকম্পের মাত্র একঘন্টা আগে ৪.১ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানে লাদাখের লেহ-তে। জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটি হয় ভোরপরাত ২.১৬-তে। উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


