কুম্ভের সময়েই মিলবে পরিষেবা, গঙ্গা এক্সপ্রেসওয়ে নিয়ে আশার বাণী যোগী আদিত্যনাথের

মিরাট ও প্রয়াগরাজের মধ্যে সংযোগকারী গঙ্গা এক্সপ্রেসওয়ের পরিষেবা কুম্ভের আগেই পাবেন সারা দেশ ও বিশ্ববাসী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ জানিয়েছেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ।

 ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই এক্সপ্রেসওয়ে। যোগী আদিত্যনাথ বলেন, ২০২৫ সালে কুম্ভ মেলা হবে প্রয়াগরাজে। সেই মেলায় পুণ্যার্থীরা গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারবেন মেলায়। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news