যোগ গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে, বিশ্ব যোগ দিবসে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী মোদীর  

 বিশ্বযোগ দিবসে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের ১৮০টি দেশ এই যোগ দিবস উদযাপন করছেন। বিদেশ সফরে থেকেও দেশবাসীকে বিশ্ব যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 তিনি ভিডিও বার্তায় বলেছেন , যোগ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। গোটা বিশ্ব একটি পরিবারে পরিণত হয়েছে এই যোগ দিবসের সুবাদে। আমেরিকাতেও যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর অভ্যর্থনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে ব্যালেরিনার মাধ্যমে যোগাসন প্রদর্শন করা হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news