বেসুরো মায়াবতী, শর্ত চাপিয়ে চাপ বাড়ালেন কেজরিওয়াল
শুক্রবার পাটনায় বিরোধী দল গুলির মেগা মিটিং। কিন্ত পাটনায় বৈঠক শুরুর ২৪ ঘণ্টা আগেই বিরোধী শিবিরের মতানৈক্য প্রকাশ্যে চলে এল। আম আদমি পার্টির পক্ষ থেকে সাফ জানিয়ে দিলেন, কংগ্রেস যদি কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে এই বৈঠকে যোগ দেবে না তাঁরা।
টুইটে বেসুরো হয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও। গত ২০ জুন বিজেপি বিরোধী দলগুলির কাছে চিঠি পাঠিয়ে পাটনা বৈঠকে কেন্দ্রের দিল্লি অর্ডিন্যান্সের বিরুদ্ধে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। দিল্লি মুখ্যমন্ত্রী বিরোধী নেতা-নেত্রীদের জানিয়েছিলেন এটা এখন শুধু মাত্র দিল্লিতে বলবৎ হয়েছে। এরপর অন্য রাজ্যগুলিতে একই নিয়ম লাগু হবে। এই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে আমলাদের নিয়োগের উপর সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


