উত্তরখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত দুই
উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলার মুন্সিয়ারি ব্লকে এদিন একটি গাড়ি প্রায় ছশো মিটার গভীর খাদে পড়ে যায় সেই গাড়িতে নয় যাত্রীর মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও এনডিআরএফের দল ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন আইডি কুমায়ুন নীলেশ ভরনে। পিথোরাগড়ের জেলাশাসক রীনা জোশী বলেছেন, এসডিআরএফের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধারকারীরা এখনও ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছতে পারেননি। দিদিহাটের এসডিএম অনিল কুমার জানিয়েছেন, বাগেশ্বর জেলার সামা গ্রামে তীর্থযাত্রীরা হোকরার কোকিলা দেবী মন্দিরে যাওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


