মণিপুরের ঘটনায হৃদয় বিদারক! শান্তির আবেদন জানালেন সনিয়া গান্ধী

 দেড়মাসের বেশি সময় ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর সরকারি হিসেবে প্রায় ১০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক বেশি। সেই মণিপুরে শান্তির আবেদন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর।

 তিনি বলেছেন, সেখানকার নজিরবিহীন হিংসা সাধারণ মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। জাতির বিবেকে গভীর ক্ষত তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় সনিয়া গান্ধী দুঃখপ্রকাশ করেছেন। সারা জীবন ধরে তৈরি করা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ভাই-বোনেদের যাঁরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেন, তারা একে অপরের বিরুদ্ধে হিংসায় লিপ্ত হওয়াটা হৃদয় বিদারক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news