আগামী নির্বাচনে বিজেপিকে ঠেকাতে মহাজোট গড়লো ভারতের ১৭ বিরোধী দল
শুক্রবার (২৩ জুন) বিহারের পাটনায় ভারতের প্রধান বিরোধী দলগুলোর অনুষ্ঠিত বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার আয়োজিত এক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সংগ্রেসের মমতা ব্যানার্জি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী আরভিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপির প্রধান শরদ পাওয়ার, জম্মু এবং কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ ১৭ টি দলের প্রতিনিধি।
বিরোধী দলগুলোর বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, ‘সবাই একসঙ্গে লড়াই করার বিষয়ে আজ সম্মতি পোষণ করেছে। এরপর আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকেই নির্ধারিত হবে যে কোন দল কোথায় লড়াই করবে। আমরা দেশের স্বার্থে কাজ করব।’
জোটের অগ্রযাত্রা সম্পর্কে নিতিশ কুমার বলেন, ‘আগামী মাসে বিরোধীদের একটি বৈঠক হবে। সেটা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজনে হবে। খাড়গে জানিয়েছেন যে, ১০ জুলাই বা ১২ জুলাই হিমাচল প্রদেশের শিমলায় সেই বৈঠক হবে।’
বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমরা তিনটি বিষয়ের উপর জোড় দিয়েছি। প্রথমত, উই আর ইউনাইটেড (আমরা ঐক্যবদ্ধ)। দ্বিতীয়ত, আমরা একসঙ্গে লড়াই করব। তৃতীয়ত, আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমী। আমাদের রক্ত যায়, যাক। আমরা দেশের জন্য লড়াই করব।’
রাহুল গান্ধী বলেছেন, ‘আমরা তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে জিতব। বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা জিতব, কারণ আমরা গরিবদের পাশে আছি। কিন্তু বিজেপি শুধু দু’তিনজনকে সুবিধা করে দেয়।’
এই কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘ঘৃণা ও হিংসা ছড়াতে এবং দেশকে টুকরো-টুকরো করতে লাগাতার কাজ করে যাচ্ছে বিজেপি। আমরা ভালোবাসা এবং ঐক্য ছড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। বিরোধী দলগুলো আজ একসঙ্গে এসেছে এবং আমরা বিজেপিকে হারাব।’
এদিকে জম্মুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সাধারণ সম্পাদক অমিত শাহ বলেন, ‘আজ পাটনায় ফোটোসেশন চলছে। ওরা (বিরোধী দলগুলো) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএকে সরকার থেকে সরিয়ে দিতে চাইছে। আমি ওদের বলে দিতে চাই যে, ৩০০ এর বেশি আসন নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করবেন নরেন্দ্র মোদী।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


