:চলছে সন্ত্রাস বিরোধী অভিযান, লক্ষ্য মস্কো! বিদ্রোহী প্রধান প্রিগোজিনের কাজে খুশি জেলেনস্কি
একটা সময় যখন রাশিয়ার সেনারা ইউক্রেনের সামনে বিধ্বস্ত, সেই সময় ওয়াগনার ভাড়াটে সেনারা লড়াই করে। বাখমুটে প্রাণ যায় ১০ হাজার ভাড়াটে সেনার। এবার সেই ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার ভাড়াটে সেনারাই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সামিল। লক্ষ্য হল মস্কো।
অন্যদিকে ইউক্রেন স্বাভাবিক কারণে খুশি যুদ্ধির অভিমুখ কার্যত উল্টোদিকে ঘুরে যাওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, কোনওভাবেই গৃহযুদ্ধ হতে দেওয়া যাবে না। সেই পরিস্থিতিতে ইউক্রেনেরে প্রেসিডেন্টের এক সহযোগী সংবাদ মাধ্যমকে বলেছেন, রাশিয়ার ভাড়াটে সেনার প্রধান যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সন্ত্রাস বিরোধী অভিযান। তিনি বলেছেন, রাশিয়ায় বিভাজন স্পষ্ট।
এনবিএস/ওডে/সি


