শুধু ৫ রাজ্যে জোট কংগ্রেসের! মোদীকে সরাতে কি বাজপেয়ী আমলের মতোই জোট ফর্মুলা?
লোকসভা নির্বাচন ২০২৪-এর লড়াইয়ের নীল নকসা তৈরি করতে ২৩ জুন পটনায় বৈঠকে বলেছিল ১৫ টি বিরোধী দল। পরবর্তী বৈঠক হবে সিমলায়। শুক্রবার বৈঠকের পরে বার্তা দেওয়া হয় ২০২৪-এর লড়াই হবে বিরোধী দল বনাম বিজেপির মধ্যে।
অরবিন্দ কেজরিওয়ালের কোনও ক্ষোভ নেই। জনগণের স্বার্থে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন । শুক্রবারের বৈঠকের পরে এমনটাই মন্তব্য করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেছেন এর আগে বিহার থেকে বড় আন্দোলনের জন্ম হয়েছে। চম্পারণ থেকে জয়প্রকাশ নারায়ণ আন্দোলন শুরু করেছিলেন। শুক্রবারের বৈঠককে ঐতিহাসিক বলেছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


