জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে ১ পুলিশ সদস্য নিহত

জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় সাইফুল্লাহ কাদরি নামে এক পুলিশ সদস্য নিহত ও তার মেয়ে আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) শ্রীনগরের সোয়ারা এলাকায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কনস্টেবল এবং তার মেয়ে আহত হন। গুলিতে গুরুতর  আহত কনস্টেবল পরে মারা যান এবং তার মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা আহত হয়। কাশ্মীর পুলিশ বলছে, ওই কনস্টেবল সোয়ারার মালিক সাব এলাকার বাসিন্দা ছিলেন। এদিকে, ওই হামলার ঘটনার পরে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।

এরআগে চলতি মে মাসের প্রথমদিকে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত গেরিলারা। শহরের জুনিমার এলাকায় জন রোডে জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারের ওপর গুলি চালায় গেরিলারা। ওই  হামলায় কনস্টেবল গুলাম হাসান গুরুতর আহত হন। কর্মকর্তারা বলেন, গুলাম হাসানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। কনস্টেবল গুলাম হাসান মোটর সাইকেলে যাওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় তার কাছে অস্ত্র ছিল না।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছিলেন, আমি শ্রীনগরে জম্মু- কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারের উপর জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমি তার পরিবার এবং জনগণকে আশ্বস্ত করছি যে এই জঘন্য কাজের অপরাধীদের রেহাই দেওয়া হবে না। কিন্তু সেই ঘটনার জের না মিটতেই ফের গেরিলা হামলায় নিহত হলেন এক পুলিশ সদস্য।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news