পার্থ নিজাম প্যালেসে, ওদিকে সুপ্রিম কোর্টও খারিজ করল পিটিশন
সিবিআই যাতে তাঁকে ডাকাডাকি না করে তার জন্য হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও পৃথক ভাবে মামলা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলা রুজু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তা গত বুধবার খারিজ করে দিয়েছিল আদালত।
তারপর সেই বিকেলেই এসএসসি নিয়োগ মামলায় প্রথমবার নিজাম প্যালেসে যান পার্থবাবু। আজ বুধবার যখন দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি, তখন সুপ্রিম কোর্টও খারিজ করে দিল পার্থর রক্ষাকবচের আবেদন।
তাৎপর্যপূর্ণ হল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে পিটিশন খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্টও প্রক্রিয়াগত গলদের কথা বলেছে। শীর্ষ আদালত বলেছে, নতুন করে পিটিশন দাখিল করলে পার্থর (Partha Chatterjee) আর্জি শোনা হবে।
এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ এসএসসি নিয়োগ মামলায় সিবিআই অফিসারদের সামনে হাজিরা দিতে নিজাম প্যালেসে পৌঁছেছেন পার্থ। দুপুর দুটো পর্যন্ত নিজামেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্প ও পরিষদীয় মন্ত্রী। তারমধ্যেই তাঁর পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে