কপিল সিব্বল কংগ্রেস ছাড়লেন, অখিলেশের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন

ক্ষোভ ছিলই। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে সমালোচনা করে গত পৌনে দু’বছর ধরে লড়াই চালাচ্ছিলেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল (Kapil Sibal)। গতকাল ২০২৪-এর লক্ষ্যে কংগ্রেস যে কমিটিগুলি করেছে তার কোনওটিতেই ঠাঁই হয়নি এই নেতার। তারপর দেখা গেল বুধবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন কপিল।

সকাল থেকে একাধিক জাতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, কপিলকে (Kapil Sibal) রাজ্যসভায় পাঠাতে চলেছে অখিলেশের সমাজবাদী পার্টি। রাজ্যসভার শূন্য আসনগুলিতে ভোটের জন্য বুধবার থেকেই মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তার আগে অখিলেশ-কপিল বৈঠক সে ব্যাপারে সিলমোহর দিতে চলেছে বলেই মনে করা হচ্ছিল।

হলও তাই। কংগ্রেস ছেড়েই দিলেন কপিল সিব্বল। রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে। উত্তরপ্রদেশ থেকে আরও একটি আসন বিরোধীরা রাজ্যসভায় জিততে পারার মতো সংখ্যা রয়েছে। জানা গিয়েছে সেই জায়গায় অখিলেশ সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছেন রাষ্ট্রীয় লোকদল সুপ্রিমো জয়ন্ত চৌধুরীকে।

 এদিন সাংবাদিকদের মুখমুখি হয়ে কপিল জানিয়েছেন, গত ১৬ মে আমি কংগ্রেস থেকে অস্তফা দিয়েছিলাম। আমি মনে করি সংসদে স্বাধীন কণ্ঠস্বর প্রয়োজন। যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, ইনি কোনও রাজনৈতিক দলের নন।

এসপি নেতা আজম খানের জামিনের জন্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন এই দুঁদে আইনজীবী। আজমের অন্তর্বর্তীকালীন জামিনও মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তখন থেকেই একটা গুঞ্জন ছিল। এদিন হলও তাই।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news