ওড়িশায় খাদে পড়ল বাঙালি পর্যটকদের বাস, মৃত হাওড়ার ৬

ওড়িশায় বেড়াতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়ল বাঙালি পর্যটকদের বাস (Odisha Accident)। মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে, ৭৪ জন ছিলেন বাসের মধ্যে। মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও পর্যন্ত খবর, মৃতরা সবাই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা।

ওই বাসে থাকা আরও ৪২ জন এই দুর্ঘটনায় জখম হয়েছেন। তাঁদের ওড়িশার গঞ্জাম জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর (Odisha Accident)।

জানা গিয়েছে, গত সোমবার বিকালে উদয়নারায়নপুর সুলতানপুর থেকে বিশাখাপত্তনমের পথে রওনা দিয়েছিলেন পর্যটকরা।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন।

 ওড়িশার কন্ধমল ও গঞ্জাম জেলার সীমান্তে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে নামেন। পরে সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে খবর। বাসের মধ্যে আর কেউ আটকে রয়েছেন কি না তাও খুঁজে দেখছে পুলিশ ও দমকল।

এই ঘটনায় দুখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news