২ দিনে ৭০০ মায়ানমারবাসীর অনুপ্রবেশ, মণিপুরের অশান্তি কি পরিকল্পিত?
বধ্যভূমিকে পরিণত হয়েছে মণিপুর। নারকীয় হত্যা, ধর্ষণ, বাড়ি পোড়ানো, জীবন্ত জ্বালিয়ে দেওয়া এরকম একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এরই মাঝে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছে ২ দিনে মণিপুরে প্রায় ৭০০ মায়ানমারবাসী অনুপ্রবেশ করেছিল।
জুলাইয়ের ২২ এবং ২৩ তারিখে ঘটেছিল সেই ঘটনা। ইতিমধ্যেই অসম রাইফেলসের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে মণিপুর সরকার। কি করে এই দুই দিনে ৭৩৮ জন মায়ানমারের বাসিন্দা প্রবেশ করল ভারতে। মণিপুর মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় সেটা সকলেই জানেন। আর সীমান্তের প্রহরায় থাকে অসম রাইফেলস।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


