মায়াবতীর মুখে ভোট পরবর্তী জোটের কথা, মিশন ২৪-এ কোন দিকে ঝুঁকে বিএসপি

২০২৪-এর মহাসংগ্রামের আগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ বেছে নিয়েছে। কেউ গিয়েছে ইন্ডিয়ার দিকে, কেউ এনডিএ-র দিকে। এখনও অনেক দল নিরপেক্ষ অবস্থানে রয়ে গিয়েছে। তাদের মধ্যে অন্যতম বিএসপি। বিএসপি বা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী এই পরিস্থিতিতে ভারসাম্যের রাজনীতিরে বার্তা দিলেন। মায়াবতী জানালেন, তিনি ভোট পরবর্তী জোটের পক্ষে। চারটি রাজ্য তিনি ভোট পরবর্তী জোটের দিকে তাকিয়ে রয়েছে বলে তিনি মনে করেন। তাহলে কোন পক্ষ নিচ্ছেন তিনি? সেই ইঙ্গিতও দিয়েছেন বিএসপি নেত্রী। তিনি বলেন, প্রান্তিক মানুষের উন্নতির জন্য 'জনহিত কি মজবুর সরকার' থাকা ভালো।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news