গোয়ার থেকেও বেশি পর্যটক আসবেন উত্তরপ্রদেশে, দাবি যোগী আদিত্যনাথের

 উত্তর প্রদেশের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বদ্ধ পরিকর যোগী সরকার। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশে গোয়ার চেয়েও বেশি পর্যটক আসবে এমন পর্যটন কেন্দ্র পরিণত করবেন। এমনিতে উত্তর প্রদেশে তীর্থযাত্রীদের আনাগোনা বেশি। বারাণসী, প্রয়াগরাজ থেকে শুরু করে আগ্রা একাধিক পর্যটন কেন্দ্র রয়েেছ উত্তর প্রদেশে।

আরেকটি বড় পর্যটন কেন্দ্র তথা তীর্থ কেন্দ্র গড়ে উঠতে চলেছে অযোধ্যায়। আগামী বছরেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। অযোধ্যা গোটা বিশ্বের কাছে পরিচিত একটি জায়গা। সেখানে পূন্যার্থীদের পাশাপাশি যাতে বিদেশী পর্যটকদেরও সমাগম হয় তার জন্য আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news