দেশের নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে মণিপুর! শঙ্কিত অধীর ও'-র নেতারা

মণিপুর সফরের দ্বিতীয় দিনে বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা অধীর চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকারের ওপরে বিষয়টি নিয়ে চাপ তৈরি করা হবে। তিনি আরও বলেন, সংসদে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মণিপুর ইস্যুতে আলোচনা করা। প্রসঙ্গত, ৩ মে সেখানে হিংসা শুরু হওয়ার পর থেকে প্রায় তিন মাস অতিক্রান্ত। মণিপুরে হিংসা এখনও চলছে। সংসদে বিষয়টি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। উপত্যকার মানুষ পাহাড়ে যেতে পারছেন না, আবার পাহাড়ের মানুষ উপত্যকায় যেতে পারছেন না। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news