প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় এনডিআরএফ-সেনার প্রশংসা, মণিপুরে নীরব মোদী

ভারতজুড়ে বন্যার দাপট শুরু হয়েছে। এই সময়ে বন্যাত্রাণের কাজে যেভাবে কাজ করেছে এনডিআরএফ ও সেনাবাহিনী, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশের বহুলাংশে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রধানমন্ত্রী সরব হন। কিন্তু মণিপুর নিয়ে তিনি নীরবই থাকলেন।

 প্রধানমন্ত্রী বলেন, দেশের বুকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেশবাসী আবারএ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা মোকাবিলা করেছে। সেইসঙ্গে তিনি ভারতীয় সংস্কৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতের যোগ সারা বিশ্বে সমাদৃত। ফ্রান্স সফরে শতায়ু যোগব্যায়ামকারীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news