২৪-এর আগে ‘ইন্ডিয়া’-কে ধাক্কা! মোদীর মঞ্চে শরদ-যোগে নয়া সমীকরণের জল্পনা
মহারাষ্ট্রে এনসিপিতে বিভাজন ঘটালেন যাঁরা, তাঁদের সঙ্গেই এক মঞ্চ শেয়ার করলেন দলের সুপ্রিমো শরদ পাওয়ার। বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র অন্যতম নেতা সবার বারণ না শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে বিদ্রোহীদের সঙ্গে উপস্থিত থাকা নিয়ে মহারাষ্ট্র রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর জল্পনা। জল্পনা শুরু হয়েছে জাতীয় ক্ষেত্রেও। বিশেষ করে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার জন্য তা অস্বস্তিকর। ইন্ডিয়ার পক্ষ থেকে এমনকী এনসিপি দলের অনেকেই তাঁকে এই মঞ্চে শামিল হলে নিষেধ করেছিল। কিন্তু তা শোনেননি 'ইন্ডিয়া'র অন্যতম প্রধান ও বরিষ্ঠ নেতা শরদ পাওয়ার।
এদিন প্রধামন্ত্রীর উপস্থিতিতে মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তাঁর দুই ডেপুটি বিজেপির দেবেন্দ্র ফড়নবিস ও এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ার। তাঁদের সঙ্গে মঞ্চে দেখা গেল এনসিপির প্রধান শরদ পাওয়ারকেও। সাত বছর পর তিনি মোদীর সঙ্গে একমঞ্চে হাজির হলেন। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


