খুলে গেল অযোধ্যার রামমন্দির যাওয়ার নতুন পথ, মনে করিয়ে দেবে লড়াইয়ের প্রতিটি মুহূর্ত 

 মন্দিরের কাজ শেষ হতে এখনও কয়েক মাস বাকি। তবে তার আগেই খুলে দেওয়া হল অযোধ্যার রামমন্দিরের নতুন প্রবেশ পথ। অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে সেই পথ। অযোধ্যায় রামমন্দির তৈরির লড়াইয়ের প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেবে সেই পথ। স্মৃতির সরণী দিয়েই রামলাল্লার মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সূত্রের খবর ২০২৪ সালের জানুয়ারি মাসেই নাকি খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা।

 সেদিনের উৎসব যে গোটা দেশবাসীর মনে রেখে দেওয়ার মতো করে করা হবে তাতে কোনও সন্দেহ নেই। মোদী সরকার পরিকল্পনা করেই ২০২৪-র লোকসভা ভোটের আগেই মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেবেন তাতে আর কোনও দ্বিমত নেই। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি 
 

news