রাহুল পেলেন সুপ্রিম-স্বস্তি, সুরত আদালতের রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

 রাহুল গান্ধী বিরাট স্বস্তি পেলেন পেলেন মোদী পদবি মামলায়। সুরাত আদালত তাঁকে দু-বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ দিল ভারতের শীর্ষ আদালত। শুক্রবার মোদী পদবি মামলায় সুরাত আদালতের রায়ের স্থগিতাদেশ জারি করে রাহুল গান্ধীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের সাজা দিয়েছিল গুজরাতের সুরাত আদালত। সেই রায় এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে তিনি লোকসভার সাংসদ পদও ফিরে পাচ্ছেন। সুরাত আদালত তাঁর শাস্তি বিধান করায় লোকসভার সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল।

 এদিন সুপ্রিম কোর্টে সুরাত আদালতের রায় স্থগিত হয়ে যাওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পেতে আর কোনও বাধা রইল না। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী গুজরাত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি

 

 

news