খনিজ উৎপাদন বাড়াতে বড় নির্দেশ যোগী আদিত্যনাথের, উপকৃত হবেন সাধারণ মানুষও
খনিজ উৎপাদন বাড়াতে আধিকারিকদের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। নতুন খনি ব্লকগুলিকে চিহ্নিত করতেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়।
আর সেখানেই এহেন নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বালি সহ বিভিন্ন খনিজের বিকল্প যাতে খুঁজে বের করা যায় সেই বিষয়েও বার্তা দেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকারের প্রায় কয়েক বছর কেটে গিয়েছে। আর এই কয়েক বছরে বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


