চাঁদের সঙ্গে প্রথম মোলাকাত, ছবি পাঠিয়ে জানান দিল চন্দ্রযান-৩

 অবশেষে দেখা হল। চাঁদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হল চন্দ্রযান-৩-র। সঙ্গে সঙ্গে তার ভিডিও পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। ইসরো সেই ভিডিও প্রকাশ্যে এনেছে। চন্দ্রযানের সঙ্গে কেমন ছিল চাঁদের প্রথম মোলাকাত সেটা ভিডিওতে প্রকাশ করেছে ইসরো। ধীরে ধীরে চাঁদের পথে এগোতে শুরু করেছে চন্দ্রযান-৩।

 চাঁদের মায়া ত্যাগ করে এগোচ্ছে চন্দ্রযান। ধাপে ধাপে আনেকটাই এগিয়ে গিয়েছে। একেবারে চাঁদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ। সেই সাক্ষাতের ভিডিও পৃথিবীতে পাঠিেয়ছে চন্দ্রযান-৩। ইসরোর পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা একটা বড় সাফল্য ইসরোর বিজ্ঞানীদের কাছে তাতে কোনও সন্দেহ নেই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news