চিন-পাকিস্তানের ঘুম কাড়তে পারে29! কিন্তু কেন? কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান
চিন -পাকিস্তানকে দ্রুত জবাব দিতে -29 শ্রীনগরে মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা। 'ডিফেন্ডর অফ দ্য নর্থ' বলা হয় 'ট্রাইডন্টস স্কোয়াড্রন'-কে। আর এই স্কোয়াড্রনের হাতেই মিগ ২১ এর মতো আরও আধুনিক এই যুদ্ধবিমানকে তুলে দেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরেই এই বিমানকে আরও অ্যাডভান্সড করা হয়েছে। একেবারে নিখুঁত ভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতীয় বায়ুসেনার এই বিমানকে। এবার সেই বিমান থাকবে চিন-পাকিস্তানের নাকের ডগাতে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


