বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসা! তৃণমূল রক্ত নিয়ে খেলা করেছে: প্রধানমন্ত্রী মোদী
তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের সময় রক্ত নিয়ে খেলেছে। এদিন দলের ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভিডিকনফারেন্সের মাধ্যমে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের নিন্দা করেন।
তিনি আরও বলেন, বিজেপি সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছে এবং যারা সমগ্র দেশে নেতিবাচকতা ছড়াচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। বিরোধী দলের সদস্যরা সংসদের মাঝপথে চলে গেলেন। সত্য হল তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পেত..."সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


