উত্তর প্রদেশে বর্ণভিত্তিক আদমশুমারি? বড় সিদ্ধান্তের কথা জানালেন যোগী

প্রতিবেশী রাজ্যে জাত শুমারিতে বাধা উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবার উত্তর প্রদেশেও জাত ভিত্তির শুমারির দাবি উঠেছে। তবে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে জাতি ভিত্তিক আদাম শুমারির কোনও পরিকল্পনাই নেই।

রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টির সদস্য সংগ্রাম সিং যাদবের প্রশ্নের লিখিত উত্তরে যোদী আদিত্যনাথ বলেছেন, কেন্দ্রই আদমশুমারি করার পরিকল্পনা করেছিল। এসপি সদস্যরা বিষয়টি রাজ্য বিধান পরিষদেও উত্থাপন করেন। সেখানে উপ মুখ্যমন্ত্রী কেশনপ্রসাদ মৌর্য বলেছেন এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news