স্বাধীনতা দিবস উদযাপনের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি! মণিপুরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা
মণিপুর সংঘর্ষ-বিধ্বস্ত। একদিন পরেই স্বাধীনতা দিবস। সেই কারণে স্বাধীনতা দিবসকে সামনে রেখে মণিপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইম্ফল উপত্যকার বেশ কিছু নিষিদ্ধ সংগঠন স্বাধীনতা দিবসে ধর্মঘটের ডাক দেওয়ার পরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা বাহিনী পাঁচটি জেলার উত্তেজনাপ্রবণ এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এই পাঁচটি জেলা হল ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, থৌবাল, বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১২ টি অস্ত্র, ছটি গোলাবারুদ ও আটটি বিস্ফোরক।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


