বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস, লাল সতর্কতা জারি ৬ জেলায়

বর্ষার কোপ থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। প্রবল বর্ষণে বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদীর জল। এদিকে উত্তরাখণ্ডের অবস্থাও ভাল নয়। সেখানে ৬ জেলায় অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।

বিয়াস নদীর জল বেড়ে যাওয়ায় ফের হিমালচ প্রদেশের পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ আগে জুন-জুলাই মাসে হিমাচল প্রদেশ অতিবর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে হিমাচল প্রদেশের মান্ডি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একাধিক জায়গায় হড়পা বান, ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মান্ডি। অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। সেখানেও প্রবল বর্ষণ হয়ে চলেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
  

news