নিরাপত্তায় মুড়েছে লালকেল্লা, বসানো হয়েছে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরাও
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! তারপরেই দেশবাসী ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করবেন। দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ দিনের আগেই রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চলতি বছরেও তিনি ভাষণ দেবেন।
এই বিশেষ দিনে লালকেল্লার চারপাশে নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে তার জন্য দশ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে এক হাজার ফেসিয়াল রেকগনিশন ক্য়ামেরা, অ্যান্টি ড্রোন সিস্টেম। গত দুই বছরে যেমন কোভিড বিধি ছিল চলতি বছরে কিন্তু কোনও করোনার বিধি থাকবে না।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


