শ্রাবণ মাসের ষষ্ঠ সোমবার, গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক যোগী আদিত্যনাথের

শ্রাবণ মাসের আজ ষষ্ঠ সোমবার। সেই উপলক্ষ্যে গোরক্ষনাথ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আজ মহাদেবের রুদ্রাভিষেক করেন।

শ্রাবণ মাসকে পবিত্র মাস বলে মনে করে হিন্দুরা। এই মাসকে শিবের মাস বলা হয়। এই সময় শিবের পুজো করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেকারণে ঘরে ঘরে এই সময় মহাদেবের পুজো হয়ে থাকে। একাধিক শিবতীর্থে জল ঢালতে যান পূন্যার্থীরা। গোরক্ষনাথ মন্দিরেও অসংখ্য ভক্ত সমাগম হয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news