ব্রহ্মপুত্রের গ্রাসে অসম, বন্যায় ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭৫০০০
অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। প্রতিবর্ষাতেই প্রায় বন্যায় ভয়াবহ আকার নেয় অসমে। ফুলে ফেঁপে ওঠে ব্রহ্মপুত্র নদ। গতবার অসমে ভয়াবহ বন্যা হয়েছে। এবারও বন্যার গ্রাস থেকে মুক্তি পায় উত্তর পূর্বের এই রাজ্য।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ধেমাজি জেলা। তারপরেই শিবসাগর। ৩৫৭িট গ্রাম প্লাবিত হয়েছে প্রবল বর্ষণে। এখনও পর্যন্ত প্রবল বর্ষণে ১২ জন মারা গিয়েছেন। শুধু মাত্র অসমের শিবসাগর জেলাতেই ১২ জন মারা গিয়েছেন। মোট ৭৫,০০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবল বর্ষণে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


