বাংলা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি! সময় জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

মধ্য ভারত-সহ দেশের অনেক জায়গাতেই বর্ষার পরিস্থিতি মন্দা। পূর্ব ভারতের বেশ কিছু অংশে গত কয়েকদিন ধরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। ১৭ বা ১৮ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছেন সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্তিম দিকে সরে যাবে। যে কারণে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও বিদর্ভ-সহ মধ্যপ্রদেশের অনেক জায়গায় ১৭ থেকে ২১ অগাস্টের মধ্যে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে স্কাইমেট।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
 

news