ভারতমাতাকে কোথায় খুঁজে পেলেন রাহুল, স্বাধীনতা দিবসে খোলা চিঠিতে জানালেন ভারতবাসীকে
স্বাধীনতা দিবসে খোলা চিঠি লিখেন রাহুল গান্ধী। ভারতবাসীর উদ্দেশে তাঁর খোলা চিঠিতে তিনি জানালেন যাঁকে তিনি এতদিন খুঁজেছিলেন নদীতে, তাঁকে তিনি পেলেন সাগরে। তাঁর দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় অভিজ্ঞতা শেয়ার করে তিনি খোলা চিঠিতে লিখলেন তিনি ভারতমাতাকে খুঁজে পেয়েছেন প্রত্যেক ভারতবাসীর কণ্ঠস্বরে।
কয়েকদিন আগে সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে তাঁর ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এবার তিনি তা খোলা চিঠিতে ব্যক্ত করলেন স্বাধীনতা দিবসের আঙিনায়। সেই খোলা চিঠি তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার এক্স প্লাটফর্মে। ক্যাপশনে লিখলেন-ভারতমাতা হল প্রত্যেক ভারতীয়র কণ্ঠস্বর।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


