হরিয়ানা পুলিশের জালে গোরক্ষক বিট্টু বজরঙ্গি! হাত ধুয়ে ফেলল
হরিয়ানার নুহ জেলায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে গোরক্ষক বিট্টু বজরঙ্গিকে। আর এই গ্রেফতারের পরেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, বজরং দলের সঙ্গে বিট্টু বজরঙ্গির কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা হল বজরং দল।
রাজ কুমার ওরফে বিট্টু বজরঙ্গি বজরং দলের কর্মী হিসেবেই পরিচিত। তবে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বজরং দলের সঙ্গে কখনই তাঁর কোনও সম্পর্ক ছিল না। এছাড়াও যে ভিডিওটি সে প্রকাশ করেছিল, তার বিষয়বস্তুও যথাযথ নয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


