বিজেপি অজিতকে দিয়ে পাওয়ারকে বড়শিতে গাঁথতে চাইছে, কংগ্রেসের অভিযোগে জবাব শরদ-তনয়ার
বিজেপি শরদ পাওয়ারকে বড়শিতে গাঁথতে চাইছে। তাঁকে তুলতে অজিত পাওয়ারকে দিয়ে টোপ দিয়েছে বিজেপি। কংগ্রেসের এই অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি মহারাষ্র্ রাজনীতি ফের উত্তাল হয়ে উঠেছে। যদিও কংগ্রেসের এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন এনসিপি নেত্রী তথা শরদ কন্যা সুপ্রিয়া সুলে।
বুধবার মহারাষ্ট্র কংগ্রেসের নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারের দাবি, প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে। তাই এই জোট ভাঙতে তিনি নানা পন্থা অবলম্বন করেছেন। সম্প্রতি তিনি এনসিপিকে ভেঙে অজিত পাওয়ার গোষ্ঠীকে মহারাষ্ট্র সরকারে শামিল করেছেন। এখন তাণকে লোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রিত্বের।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


