৫ রাজ্যের ভোটে বিজেপির আগাম প্রস্তুতি, নীল নকশা তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী মোদী
লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে ৫ রাজ্যে বিধানসভা ভোট হতে চলছে। তা কার্যত সেমিফাইনাল লোকসভার চূড়ান্ত লড়াইয়ের আগে। সেজন্য বিজেপি আগাম প্রস্তুতি শুরু করে দিল। বুধবারই তারা বসছে বৈঠকে। এই বৈঠক থেকে ৫ রাজ্যের জন্য নীল নকশা তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারতে হয়েছে কংগ্রেসের কাছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল প্রদেশ ও কর্নাটকে বিধানসভা নির্বাচনে হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


