নতুন প্রজন্মই দেশকে নেতৃত্ব দেবে! মোদীকে ধন্যবাদ জানিয়ে বার্তা যোগীর
বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশ ভারত। আর তাঁরাই আগামিদিনে দেশকে নেতৃত্ব দেবে। এমনটাই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। জি ২০ সামিটেরই একটি অংশ ইয়ুথ-২০ সামিটের আয়োজন করা হয়েছিল কাশীতে। আর সেই অনুষ্ঠানেই যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর সেখানেই সমাজ ব্যবস্থায় নতুন প্রজন্মের অবদানের কথা তুলে ধরেন। যোগী বলেন, জনসংখ্যা, গণতন্ত্র এবং বৈচিত্র্য দেশকে অনন্য করে তোলে। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে দেশে নতুন প্রজন্মের কথা তুলে ধরেন। বলেন, জনসংখ্যার বিচারে গোটা বিশ্বের মধ্যে ভারতেই যুব সম্প্রদায় সবথেকে বেশি। আর তারাই আজকের নেতা এবং আগামিদিনের নির্মাতা বলেও ব্যাখ্যা করেন যোগী। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করতেও শোনা যায় তাঁকে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


