ভারতকে বিশেষ করে তুলেছে যে তিনটি জিনিস, ‘সন্ধান’ দিলেন যোগী আদিত্যনাথ

 ভারতকে বিশেষ করে তুলেছে তিনটি জিনিস। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই তিনটি জিনিস তুলে ধরে ভারতের বিশেষত্ব ব্যাখ্যা করলেন। তিনি বললেন জনসংখ্যা, গণতন্ত্র ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতকে বিশেষ করে তুলেছে।

 ভারত বিশ্ব মানচিত্র বিশেষ দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের যুব সম্প্রদায় প্রতিটি সময়ে সমাজকে একটি নতুন দিকনির্দেশ দিতে বিশাল ভূমিকা পালন করেছে। আর তা সম্ভব হয়েছে ভারতের বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রেই। সিগরার রুদ্রাক্ষ ইন্টারন্যাশনান কনভেনশন সেন্টারে জি-২০ গোষ্ঠী আয়োজিত যুব-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news