ভারতের ব্যয়বহুল শহর! এখানে থাকতে কত খরচ জানেন? ৎ
ব্যবসা বাণিজ্য হোক কিংবা বিভিন্ন রঙিন পেশার হাতছানি, সব ক্ষেত্রেই সবার আগে আসে মুম্বইয়ের নাম। তাই এই শহরের অপর নাম বাণিজ্য নগরী বা মায়ানগরী। ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলিরও অন্যতম মুম্বই। এই শহরের জনসংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ। নাভি মুম্বই ও থানে সহ মুম্বই বিশ্বের সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চলগুলির অন্যতমও বটে। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহর দেশের অন্যতম সমুদ্র বন্দর। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, এই শহর আলফা বিশ্ব নগরী হিসেবে ঘোষিত হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি